
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
জামালপুরের ইসলামপুরে নাশকতা মামলায় বিএনপির ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ইসলামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নবাব, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান, পৌর যুবদলের সদস্য মো. রাসেল সেখ, মো. শাহান শাহ, শ্রী জয়ন্ত, পৌর ছাত্রদলের সদস্য মো. মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম মোস্তাকিম (বাঁধন), পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা খোকন এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান।
ইসলামপুর থানার এসআই মাহমুদুল হক বলেন, নাশকতা মামলায় ঐ ৯ বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
Posted ৬:১৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin