
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচে গলে টাইটান্সকে ৮ উইকেটে হারিয়েছে জাফনা কিংস। এই ম্যাচে আলাদা দলে খেলেছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব ও হৃদয়। ব্যাট হাতে ৯ বলে ৬ রান করলেও বোলিংয়ে দুই উইকেট নেন সাকিব। ২৩ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংসে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাফনার হৃদয়।
শুক্রবার পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গল। শুরুটা তত মন্দ হয়নি তাদের। ২৮ রানের উদ্বোধনী জুটি পায় দলটি। কিন্তু চার বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। সাকিব যখন উইকেটে আসেন, তখন দলের রান ৩ উইকেট হারিয়ে ৬৩।
এ অবস্থায় দলের ইনিংস ধরে রাখার কাজটা করতে হতো সাকিবকে। সিঙ্গেল নিয়ে সেই চেষ্টাই করছিলেন তিনি। কিন্তু হুট করেই বাউন্ডারি মারতে গিয়ে আউট হয়ে যান। ওয়েলালালগের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেওয়ার আগে ৯ বল খেলে ছয় রান করেন সাকিব। সবগুলো রানই নিয়েছেন দৌড়ে।
Posted ৩:১০ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin