
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনারবাহী লরি উল্টে একটি প্রাইভেটকার চাপা পড়েছে। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন প্রাইভেটকারে থাকা পাঁচজন। তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট বাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ চৌধুরী বলেন, লরি উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় লরিটি সরিয়ে প্রাইভেটকারে থাকা চালকসহ পাঁচজনকে উদ্ধার করা হয়। তারা সামান্য আহত হয়েছেন। চালককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ চেষ্টায় প্রাইভেটকারে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও লরি থানায় আনা হয়েছে।
Posted ৭:৩০ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin