
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গ্লোবাল টি-২০ লিগে সর্বশেষ দুই ম্যাচে ভালো করেছিলেন লিটন দাস। গতকাল প্রথম কোয়ালিফায়ারে ভ্যানকভার নাইটসের বিপক্ষে নেমেছিল তার দল। সে ম্যাচে ভ্যানকভার নাইটসের বিপক্ষে ১৯ বলে ১৬ রান করেছিলেন লিটন। বাংলাদেশি এই উইকেট রক্ষকের ব্যর্থতার দিনে দারুণ বোলিং করেছিলেন ম্যাথু ফোর্ড। যার সুবাধে ভ্যানকভারকে ৩৮ রানে হারিয়ে কানাডার গ্লোবাল টি-২০ ক্রিকেট লিগের ফাইনালে জায়গা করে জাগুয়ার্সরা।
প্রথম ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে জাগুয়ার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক ইফতিখার আহমেদ। এ ছাড়া আয়ান ২৯ এবং হারিস ২০ রান করেছেন। বাংলাদেশের লিটন দাস এক ছক্কা ও এক চারে ১৬ রান করেছেন। ভ্যানকভারের হয়ে জুনাইদ সিদ্দিকী চারটি উইকেট নিয়েছেন।
জয়ের জন্য ১৪০ রান দরকার ছিল ভ্যানকভারের। ইনিংসের প্রথম ওভারেই রায়ান পাঠানকে হারায় তারা। বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ানও। ফোর্ডের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে লিটনের গ্লাভসে ক্যাচ দেন। রিজওয়ান এদিন আউট হয়েছেন ৪ রানে। এরপর ভ্যানকভারের অধিনায়ককে আউট করেছেন ফোর্ড।
আয়ান খানের বলে হারিস রউফকে ক্যাচ দিয়ে ৪ রানে ফিরেছেন পাঁচে নামা হার্শ ঠাকুর। এদিকে ৫৭ রানে ৬ উইকেট হারানো ভ্যানকভার আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। বাকিরা আর কেউই সেভাবে দাঁড়াতে না পারায় শেষ পর্যন্ত ১০১ রানে অল আউট হয় ডুসেনের ভ্যানকভার।
জাগুয়ার্সের হয়ে ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন ফোর্ড। হেইলিগার দুটি, সন্দীপ লামিচানে, জনসন, আমার খালিদ এবং আয়ান নিয়েছেন একটি করে উইকেট।
Posted ৬:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin