
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কৃষ্ণসাগর শস্য চুক্তিতে ফিরে আসার শর্ত পূরণের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিশ্রুতি নয়, পদক্ষেপ চায় রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, খাদ্য ও সার রপ্তানিতে বাধা দূর করতে হবে। এ বিষয়ে শুধু প্রতিশ্রুতি নয়, পদক্ষেপ দেখতে চায় রাশিয়া।
এসব শর্ত পূরণ না করায় গত ১৭ জুলাই চুক্তি থেকে বেরিয়ে যায় মস্কো।
এদিকে, ইউক্রেনে যুদ্ধ বন্ধে সৌদি আরবের মধ্যস্থতায় জেদ্দায় অনুষ্ঠিত বিশ্বনেতাদের সম্মেলেনে অংশ নেবে চীন। দেশটির ইউরেশীয় বিষয়ক বিশেষ দূত লি হুই জেদ্দা সফর করবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
Posted ১২:৩১ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin