বুধবার ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আকস্মিকভাবেই ক্রিকেটকে বিদায় বললেন রুমানা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট

আকস্মিকভাবেই ক্রিকেটকে বিদায় বললেন রুমানা

‘নো মোর ক্রিকেট’—ক্রিকেটার রুমানা আহমেদ ইংরেজিতে তিনটি শব্দ লিখেই ‌‘স্তব্ধ’ করে দিলেন সবাইকে! কারণ এটিই ছিল বিদায়ের ‘খোলা চিঠি’। অনেকটা আকস্মিকভাবেই ক্রিকেটকে বিদায় জানালেন তিনি।

শনিবার রাতে বাংলাদেশের নারী জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার রুমানা আহমেদ তার ফেসবুক ভেরিফায়েড পেজে রহস্যময় ফেসবুক পোস্টে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দেন।

টাইগ্রেস এই অলরাউন্ডার ৫০টি ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে দেখা গিয়েছিল তাকে। এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি। ব্যস্ত সূচির কারণে এই সিদ্ধান্ত বলে নির্বাচক জানান।

অথচ চার বছর আগে দেশের হয়ে নারী ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত এনেছিল বাংলাদেশের মেয়েরা। ওই সময় মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে টাইগ্রেসরা প্রথমবারের মতো শিরোপা জেতে। যাতে বেশ ভালো ভূমিকা ছিল রুমানার।

২০১১ সাল থেকে এই অলরাউন্ডার বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত মুখ। কিন্তু সম্প্রতি ফিটনেস ইস্যু টেনে শ্রীলঙ্কা সফরের দল থেকে হঠাৎ করেই বাদ পড়েন রুমানা। যার ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও, তা মানতে নারাজ ছিলেন এই অলরাউন্ডার।

সর্বশেষ ঘরের মাঠে ভারত সিরিজেও ছিলেন না তিনি। টানা দুই সিরিজে ডাক না পাওয়ার পর ক্রিকেটকেই ছাড়ার ঘোষণা দিলেন রুমানা।

চলতি বছরে অবশ্য বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাননি রুমানা। এর আগে গেল বছর টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচ খেলে করেছিলেন ১০২ রান। বোলিংয়ে তার শিকার অবশ্য ১৮ উইকেট।

বাংলাদেশের হয়ে সবমিলিয়ে ৫০ ওয়ানডে খেলেছেন রুমানা। যেখানে ৫ হাফ সেঞ্চুরিতে ৯৬৩ রান করেছেন তিনি। বল হাতে তার শিকার ৫০ উইকেট। বাংলাদেশকে ১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচ খেলেছেন রুমানা।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]