সোমবার ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

টাইটানিক সিনেমার সেই গায়িকা বিরল রোগে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট

টাইটানিক সিনেমার সেই গায়িকা বিরল রোগে আক্রান্ত

দীর্ঘদিন ধরেই অসুস্থ টাইটানিক সিনেমার জনপ্রিয় ‘মাই হার্ট উইল গো অন’ গানটি গাওয়া বিশ্বনন্দিত গায়িকা সেলিন ডিওন। বিরল রোগে আক্রান্ত হয়ে সংগীত জগৎ থেকে আড়ালেই রয়েছেন তিনি।

সম্প্রতি সেলিন ডিওনের শারীরিক অবস্থার বিষয়ে জানিয়েছেন তার বোন ক্লাউডেট। বিরল রোগের সঙ্গে কঠোর লড়াই করছেন সেলিন, এমনটাই জানান ক্লাউডেট।

২০২২ সালের ডিসেম্বরে সেলিন ডিওন নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন। সেলিন জানিয়েছেন, তিনি বিরল এক অসুখে আক্রান্ত। অসুখটির নাম স্টিফ পারসন সিনড্রম (এসপিএস)। স্নায়ুর খুবই বিরল এক অসুখ এটি।

এটিকে একধরনের অটোইমিউন ডিস-অর্ডারও বলেন চিকিৎসকরা। গায়িকা জানিয়েছেন, গান গাওয়া বা মঞ্চে পারফরম করা তো দূর, তার স্বাভাবিক জীবনই ব্যাহত হয়ে গেছে এর ফলে। সে কারণেই তার গানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অনেকেই। গত বছরের ডিসেম্বর থেকেই বিশ্রামে চলে যান গায়িকা।

সেলিনের বোন ক্লাউডেটের তথ্য মতে, গায়িকার সুস্থতার জন্য সঠিক চিকিৎসা চেষ্টা চললেও এই বিরল রোগের সঠিক ওষুধ খুঁজে পাওয়া কঠিন। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। সেলিনও কঠোরভাবে লড়াই করছেন এই পরিস্থিতির সঙ্গে। সুস্থতার জন্য সব রকম চেষ্টাই করছেন গায়িকা। সে এই বিরল রোগের ক্ষেত্রে শীর্ষ গবেষকদের পরামর্শ শুনছেন।

ক্লাউডেট বলেছেন, যখন আমি তাকে কল করি এবং সে ব্যস্ত থাকে, তখন আমি আমার বোন লিন্ডার সাথে কথা বলি যে তার সাথে থাকে এবং আমাকে বলে যে সে কঠোর পরিশ্রম করছে।

তিনি আরো বলেন, সেলিন সব সময় নিজের জগতে সেরা থাকতে চেয়েছে। সে নিজের গন্তেব্যে ছুটেছে। আসলে এক পর্যায়ে আমাদের হৃদয় এবং শরীর আমাদের কিছু বলার চেষ্টা করে। এটা শোনা গুরুত্বপূর্ণ। আমি সত্যিই মনে করি যে তার এখন বেশির ভাগ সময় বিশ্রাম নেয়া দরকার।

সেলিনের এই বিরল রোগ সম্পর্কে চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগে যিনি আক্রান্ত হন তার সারা শরীরের সমস্ত পেশিতে নানা ধরনের টান লাগতে শুরু করে। এমনকি বারবার তিনি উল্টে পড়ে যেতে পারেন, চোট পেতে পারেন। কারণ কোনো পেশির ওপরেই তার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না।

‘টাইটানিক’ সিনেমার বিখ্যাত গান ‘মাই হার্ট উইল গো অন’-এর জন্য সেরা গায়িকা হিসেবে অস্কার পেয়েছিলেন সেলিন ডিওন। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই গায়িকার জীবনে এর আগেও অনেক ঝড় এসেছে। ২০১৪ সালে তার স্বামী রেনে অ্যাঞ্জেলিলের ক্যান্সারের সময় নিজের ক্যারিয়ার থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন সেলিন। তার এক বছর পর গায়িকা আবার গানের জগতে ফিরে আসেন। কিন্তু ২০১৬ সালে স্বামী অ্যাঞ্জেলিল ও ভাই ড্যানিয়েল ডিওনের মৃত্যুতে তিনি ফের গানের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। অবশেষে ২০১৯ সালে স্টুডিও অ্যালবাম ‘কারেজ’ নিয়ে প্রত্যাবর্তন করেন গায়িকা। অ্যালবামটিতে তার সঙ্গে আরো গেয়েছেন সিয়া, স্যাম স্মিথ ও ডেভিড গুয়েটার।

এবার বিরল ব্যাধিতে পড়লেন গায়িকা। ভক্তরাও প্রত্যাশায় রয়েছেন গায়িকার সুস্থ হয়ে ফিরে আসার।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

বিজয়ের ছড়া
(200 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]