
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এলেন চলচিত্র নায়িকা অপু বিশ্বাস। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নিরবে থানায় আসেন। এরপর রাত ৯টার দিকে চলে যান এ নায়িকা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া।
তিনি জানান, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। তাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করেই অপু বিশ্বাস থানায় এসেছেন। প্রায় ৩০ মিনিটের মতো সময় অতিবাহিত করে চলে যান অপু বিশ্বাস।
তিনি আরো বলেন, ঢাকায় চাকরি করাকালে অপুর সঙ্গে পরিচয় আমার। আমাদের সম্পর্কটা অনেকটা ভাই-বোনের মতো।
Posted ২:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin