
বাদশা, রংপুর প্রতিনিধি; | রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গাইবান্দার পলাশবাড়ী বাসষ্টান্ডে অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি গাঁজাসহ ১ জন আটক করেছে পলাশ বাড়ী থানাপুলিশ।
আজ শনিবার ২.৩০ টার সময় গাইবান্দা পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ এর নেত্বিতে সাব ইন্সপেক্টর মোঃ মুরাদ পলাশ বাড়ী বাস ষ্টান্ডে অভিযান চালিয়ে অনুমানিক ২ কেজি গাঁজা উদ্ধার করে এবং গাঁজা বহন কারী মোঃ সজিব আলী নামে একজন কে আটক করা হয়।
পলাশবাড়ী থানার ডিউটিরত সাব ইন্সপেক্টর মোঃ মুরাদ বলেন, গোঁপন সূত্রে জানতে পেরে আমরা প্রস্ততি নিয়ে রংপুর হতে আগত বগুড়াগামী চন্দ্রমুখি পরিবহন দাড় করিয়ে তল্লাশী চালিয়ে গাঁনজা বহন কারী মোঃ সজিব আলী এর ঘারের ব্যাগ তল্লাশী করে দুইটা কালো রংয়ের পলিথিনের পেকেট খুলে গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ সজিব আলী কে জিজ্ঞেসা করিলে তিনি বলেন এক কেজি করে প্যকেট করা দুই প্যকেটে দুই কেজি গাঁনজা আছে রংপুর হতে উঠেছি রাজশাহী যাবো।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin