
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ইউনাইটেড ইউনিভার্সিটিতে মোটিভেশনাল স্পিচ দিয়েছেন বৌদ্ধ ধর্মী কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী দয়াল কুমার বড়ুয়া।
আজ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবিএ ছাত্র ছাত্রীদের মোটিভেশনাল স্পিচ দেন তিনি।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড.এফ.এ সোবহানীর আমন্ত্রণে তিনি এই স্পিচ দেন।
উল্লেখ্য, দয়াল কুমার বড়ুয়া বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই, জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নরসিংদী চেম্বার অব কমার্সের সদস্য। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করে লন্ডন থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin