
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে বর্তমানে শ্রীলংকায় রয়েছেন সাকিব আল হাসান। এলপিএলের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুবাদে ক্রিকেটারদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন ‘মানিকে মাগে হিতে’-খ্যাত গায়িকা ইয়োহানি।
এর মাঝে সাকিব আল হাসানকে পেয়ে তার সঙ্গে ছবি তুলতে ভোলেননি শ্রীলংকান এই গায়িকা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছেন ইয়োহানি।
ছবিটি নিয়ে ইয়োহানির মুখপাত্র দিলানজন সেনেভিরত্নে বাংলাদেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি জানান, সাকিব আল হাসানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আপ্লুত হয়েছেন ইয়োহানি। একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তারা, টুকটাক কথাও হয়েছে।
এলপিএলে অংশ নেয়া ক্রিকেটার, ধারাভাষ্যকার, কোচদের সঙ্গে ‘সাইনিং চ্যালেঞ্জ’–এ অংশ নিচ্ছেন ইয়োহানি। সাকিব আল হাসানকে একটি গান গাওয়ার চ্যালেঞ্জ জানান ইয়োহানি। তবে কোন গানটি গাইতে বলা হয়েছে তা জানানো হয়নি। ভিডিওটি এলপিএলের ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।
এবারের এলপিএলে গল টাইটানসে খেলছেন সাকিব আল হাসান। গত রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে ‘মানিকে মাগে হিতে’ পরিবেশন করেন ইয়োহানি।
ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিতে’ শ্রীলংকা ছাড়াও ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি ইয়োহানি সংগীত প্রযোজনাও করেন।
Posted ৫:৫০ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin