
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে গরুকে গোসল করাতে গিয়ে পুকুরে ডুবে সাকিবুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৬ আগস্ট) বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম শংকর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সাকিবুল ইসলাম ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, বিকেলে গরুকে গোসল করানোর জন্য বাবার সঙ্গে বাড়ির পাশে পুকুরে যায় শিশু সাকিবুল। এ সময় পানিতে ডুবে যায় সে। পরে বাবার চিৎকারে প্রতিবেশীরা এসে খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশু সাকিবুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রপুর ইউনিয়নের হররাম ওয়ার্ডের ইউপি সদস্য সোহলে রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
Posted ৮:২২ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin