
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের এই বিচ্ছেদ ঘোষণার পর সম্প্রতি একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে লেখা, জাস্টিন ট্রুডোর ক্ষমতায়, বিল গেটসের টাকায়, ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়, হুমায়ন ফরিদীর ভালোবাসায়, তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে। কোনও কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী আসলে কিসে আটকায়?
অনেকে এই প্রসঙ্গে সমর্থন দিলেও কেউ কেউ এর বিপক্ষে যুক্তি দাঁড় করাচ্ছেন। অভিনেত্রী সোহানা সাবা তাদের মধ্যে একজন।
সোমবার (৭ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহানা সাবা লিখেছেন, মেয়েরা আসলে কিসে আটকায় জানেন? ছেলে হোক আর মেয়ে শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করবেন না; খুব ক্ষ্যাত এসব আলোচনা। যাকে ভালোবাসেন, তাকে শুধু নিস্বার্থের মতো ভালোবেসে যান। তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না। আর তারপরেও যদি ‘সে’ চলে যায়, তাহলে বুঝে নেবেন, সে কোনও দিন আপনার ছিলোই না। তাকে খুব কষ্ট হলেও যত জলদি সম্ভব ভুলে যাওয়াটা ভালো। কারণ ‘রাইট পার্সন’ আপনার জীবনে প্রবেশ করার জন্য ‘রাইট টাইম’ আর ‘ভ্যাকেন্সি’র জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছে।
এ প্রসঙ্গে বাংলা সিনেমার উদাহরণ টানলেন সোহানা সাবা। বললেন, আমাদের সিনেমা হলের দর্শকরা কিসে আটকায়? শাকিব খানে আটকায়, সিনেমার হিট গানে আটকায়, ভালো গল্পে আটকায়, ভালো সিনেমায় আটকায় অথবা ‘পাবলিসিটি স্টান্ট’-এ আটকায়। আমার অভিনীত সিনেমা ‘অসম্ভব’-এ তো শাকিব খান নাই। কিন্তু পরিচালক অরুণা বিশ্বাস আছেন, একটা ভালো গল্প আছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, সুন্দর গান আছে, দেশের কথা-পরিবারের কথা-যাত্রার কথা আছে, সুন্দর লোকেশন আছে, শীতের রাতে আমার বৃষ্টিতে ভেজার গল্প আছে, অগণিত গুণী শিল্পীর সেরাটা দেওয়ার চেষ্টা আছে। এবার আমি সত্যিই আশাবাদী, দর্শকরা সিনেমা হলে আসলে আটকে পড়বেই পড়বে।
অরুণা বিশ্বাসের পরিচালনায় ‘অসম্ভব’ সিনেমায় অভিনয় করেছেন সোহানা সাবাসহ আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ, স্বাগতা প্রমুখ। আগামী ২০ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Posted ৮:১০ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin