
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার এসআই আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ৯টার দিকে কোনাপাড়া কাঠের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ঐ যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
Posted ৪:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin