
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
সোমবার সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-বরমি আঞ্চলিক সড়কের তেলিহাটি ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে অটোচালক রাসেল এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মৃধারচর আলিভাটাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে রিফাত। তিনি মুলাইদ এলাকায় ভাড়া থেকে স্থানীয় নোমান টেক্সটাইলে চাকরি করতেন।
আহতরা হলেন- শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের সোহাগিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ, ময়মনসিংহ জেলার পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের নিজামুদ্দিনের ছেলে সিয়াম এবং একই এলাকার প্রতিবেশী নিজামের ছেলে নাঈম। তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি আবুল ফজল নাসিম জানান, সকালে বাটারফ্লাই কারখানার শ্রমিক বহনকারী বাস কারখানায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিফাত নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যান অটোচালক রাসেল। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পরেই চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে।
Posted ৮:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৭ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin