
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাজবাড়ির বালিয়াকান্দিতে বজ্রপাতে আবু তালেব দেওয়ান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আবু তালেব দেওয়ান উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে তালেব দেওয়ান বাড়ির পাশে পাট ধোঁয়ার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। এসময় তিনি বজ্রপাতের কবলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর।
Posted ২:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin