
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ফরহাদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ। আটক ফরহাদুল লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার গুটিরগোর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বিজলের ঘুন্টি নামক এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আনাস এন্টারপ্রাইজ বাসে তল্লাশি চালায় কাউনিয়া পুলিশ। তল্লাশির সময় বিশেষভাবে মোড়ানো বস্তার ভেতর লুকিয়ে রাখা ২৬ কেজি গাঁজাসহ ফরহাদুল ইসলামকে আটক করা হয়।
ওসি মোন্তাছের বিল্লাহ জানান, আটক ফরহাদুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin