
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কুষ্টিয়ার দৌলতপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় বৈশাখ (২২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে দৌলতপুর-গোয়ালগ্রাম সড়কের গোয়ালগ্রাম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৈশাখের বাড়ি পার্শ্ববর্তী গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
জানা যায়, দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারানপুর গ্রামের নানা বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি বেতবাড়িয়া গ্রামে ফিরছিলেন বৈশাখ। পথে দৌলতপুর-গোয়ালগ্রাম সড়কের গোয়ালগ্রাম কলেজের সামনে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি সামনে থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার লাশ থানা হেফাজতে নেয়া হয়।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ২:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin