
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে দিল্লি ছাড়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজদের বিরুদ্ধে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর নেতৃত্বে ‘ভারত ছাড়’ আন্দোলনের ডাক দেওয়ার শতবার্ষিকীতে এমন ডাক দিলেন তিনি। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে রাজ্যটির ঝাড়গ্রামে একটি অনুষ্ঠানে বুধবার বিজেপিকে ভারতের কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাতের এমন ঘোষণা দেন মমতা।
তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘বিজেপি সরকার বিশ্বাসঘাতকতা করেছে। আজ আমাদের একটাই প্রতিজ্ঞা, আমার একমাত্র উদ্দেশ্য বিজেপিকে উৎখাত করা। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ইংরেজদের ভারত ছাড়া করেছিলেন। তখন আমরা আমাদের স্বাধীনতা চেয়েছিলাম। কিন্তু আজ এমন একটা সরকার রয়েছে, যারা আমাদের বকেয়া রুপি বন্ধ করে দিয়েছে। ইংরেজদের আমরা বলছিলাম ভারত ছাড়, আর এখন বিজেপিকে আমরা বলছি তোমরা দিল্লির গদি ছাড়। তোমাদের দিল্লির মসনদে থাকার কোনো অধিকার নেই। আজ দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে, এনকাউন্টারে মানুষ মারছে, মণিপুর জ্বলছে। আজ চার মাস হয়ে গেল কেন্দ্রের কোনো হেলদোল নেই। ওরা ভাবছে জাতি দাঙ্গা বাধিয়ে দেশকে টুকরো টুকরো করে দেবে।
Posted ৪:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin