
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আইয়ুব আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফ এম এ শামীম আহমেদ।
তিনি বলেন, রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক কৃষকের মৃত্যু হয়েছে। গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।এছাড়াও গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে। এর আগে গত ৮ জুলাই রাজশাহীর বাঘার এক যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।
Posted ২:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin