
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট
স্বেচ্ছায় র্যাবের কাছে এসে ধরা দিয়েছেন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার চার সদস্য।
মঙ্গলবার নারায়ণগঞ্জে র্যাব-১১ কার্যালয়ে গিয়ে তারা ধরা দেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, স্বেচ্ছায় র্যাব-১১ কার্যালয়ে হাজির হওয়া আবু বক্করসহ চারজনকে আটক করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
Posted ২:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin