
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রামের সাতকানিয়ায় নৌকা উল্টে নিখোঁজ একই পরিবারের তিন শিশুসহ চারজনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জামিরজুরী রেললাইন ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মরদেহটি শিশু জান্নাতুল ফেরদৌসের। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরো তিনজন। তারা হলেন- আব্দুর রহিম এবং দুই শিশু শহীদুল ইসলাম ও সানজিদা আক্তার আদিরা।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, বুধবার বিকেলে বিলের পানিতে একটি গাছের সঙ্গে শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেন। এরপর আমি মরদেহটি উদ্ধার করি।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ চরতি গ্রাম থেকে নৌকা নিয়ে পাশের সুঁইপাড়া গ্রামে যাচ্ছিলেন নারী-শিশুসহ আটজন। মাঝপথে পানির স্রোতে নৌকাটি উল্টে যায়। এতে সবাই পানিতে পড়ে যান। পরে তাদের মধ্যে চারজন নিজেকে রক্ষা করতে পারলেও তিন শিশুসহ চারজন ভেসে যান
Posted ১:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin