
শেখ সোহেল রানা: | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বিআরটিসি-সেইফ প্রকল্পের যৌথ উদ্যোগে সম্পূর্ণ সরকারী খরচে ট্রেইনস-৩ এর ( ৫ম রাউন্ড ) ১৪তম ব্যাচের মটরযান ড্রাইভিং এবং গাড়ী রক্ষানাবেক্ষন প্রশিক্ষন কার্যক্রমের আওতায় গাবতলী বাস ডিপো ও প্রশিক্ষন কেন্দ্রের ১ম ব্যাচের প্রশিনার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
সিনিয়র প্রশিক্ষক মো: ইব্রাহিম মোল্যার পরিচালনায় ব্যাবস্থাপক ( অপারেশন ) মো: জামিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি মহা-ব্যাবস্থাপক ( প্রশিক্ষন ও অপারেশন ) মেজর মো: নিজাম উদ্দিন প্রশিনার্থীদের উদ্দেশ্যে বলেন , আপনারা একজন দক্ষ চালক হয়ে পারিবারিক আর্থিক সচ্ছলতা আনায়নে চেষ্টা অব্যাহত রাখবেন এবং দেশ ও জাতির কল্যানে উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেদেরকে নিয়োজিত রাখাসহ বিভিন্ন দিক নির্দেশানা মূলক বক্তব্য প্রদান করেন ।
ব্যাবস্থাপক ( অপারেশন ) মো: জামিল হোসেন প্রশিনার্থীদের বলেন আপনারা এ প্রশিক্ষনের মাধ্যমে নিজেরা আত্মনির্ভরশীল হবেন এবং ড্রাইভিং সনদ প্রাপ্তির সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
তিনি আরো বলেন , বর্তমান আমাদের চেয়ারম্যান মো: তাজুল ইসলাম স্যারের দিক-নির্দশানায় ৪ টি প্রশিক্ষন ইনিস্টিটিউট ও ২০ প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে মোটর ড্রাইভিং ও গাড়ী রক্ষানাবেক্ষন প্রশিক্ষন নিয়ে প্রশিক্ষিত চালকরা নিরাপদ সড়ক গড়তে সহায়ক ভূমিকা পালনসহ দক্ষ জনবল হিসেবে দেশ-বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করে চলেছে ।
বিদায় সংবর্ধনা অনুষ্টানে উপ-ব্যাবস্থাপক ( কারিগরি ) জাহাঙ্গীর আলম , প্রশিক্ষন ইনচার্জ মো: হুমায়ুনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্হিত ছিলেন ।
সর্বশেষে ১৫ই আগষ্টে শাহদাৎ বরনকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।
Posted ১২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin