
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ইকুয়েডরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) এক প্রচারণা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো লাসো। হত্যাকারীকে কোনো ছাড় দেয়া হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
রাজধানী কিটোর উত্তরে একটি স্কুলে রাজনৈতিক সমাবেশে গুলিবিদ্ধ হন ভিলাভিসেনসিও। প্রচার দলের সদস্য ক্রিশ্চিয়ান জুরিতা এবং রদ্রিগো ফিগুয়েরো সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
আগামী ২০ আগস্ট ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। তার ঠিক ১০ দিন আগে বিরোধী প্রার্থীকে গুলি করে হত্যার ঘটনা ঘটল।
বর্তমান প্রেসিডেন্ট লাসো জানিয়েছেন, ভিলাভিসেনসিওর হত্যাকাণ্ডে তিনি ‘ক্ষুব্ধ ও মর্মাহত’। বলেন,
তার (ভিলাভিসেনসিও) স্ত্রী ও সন্তানদের প্রতি আমার সংহতি ও সমবেদনা। তার স্মৃতি এবং লড়াইয়ের প্রতি সম্মান রেখে আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, এই অপরাধের সাজা অবশ্যই হবে।
এই হত্যাকাণ্ডের বিষয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার (নিরাপত্তা বিষয়ক) জরুরি বৈঠক ডাকার কথাও জানিয়েছেন তিনি।
এর আগে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতার বরাত দিয়ে মঙ্গলবার (৮ আগস্ট) স্থানীয় গণমাধ্যম জানায়, ভিলাভিসেনসিওসহ আটজন প্রেসিডন্টে প্রার্থীর মধ্যে সাতজন পুলিশি সুরক্ষায় রয়েছেন।
Posted ৩:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin