
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | প্রিন্ট
লক্ষ্মীপুর সদর উপজেলায় ইকোনো নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মান্দারী বাজার সংলগ্ন এলাকার রতনপুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি রায়পুর উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। তাৎক্ষণিক স্থানীয়রা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে যান চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ।
Posted ৮:২৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin