
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
যশোরের ঝিকরগাছার পানিসারা-হাড়িয়া ফুলমোড়ে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে অর্ধশত পাখি মারায় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত রেজাউল করিম মিন্টু (৪০) উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক। এ সময় উপস্থিত ছিলেন, থানার ওসি সুমন ভক্ত।
এর আগে, সকালে ফুলমোড়ের সেতু সংলগ্ন শাহারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক রেজাউল করিম মিন্টু খাবারের সঙ্গে দানাদার ও ফুরাডান নামক বিষ মিশিয়ে পাখিদের খেতে দেয়। তা খেয়ে মুহূর্তের মধ্যে প্রায় অর্ধশত শালিক পাখি মারা যায়।
দণ্ডিত রেজাউল করিম মিন্টু বলেন, পাখিগুলো আমার হোটেলের এসে জ্বালাতন করতো, তাই বিষ দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক বলেন, নির্বিচারে পাখি হত্যা দণ্ডনীয় অপরাধ। কোনোভাবে পাখি হত্যা ও পরিবেশ বিনষ্ট করা যাবে না।
Posted ২:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin