
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩ | প্রিন্ট
লক্ষ্মীপুর সদর উপজেলায় আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কামরুল হাসান নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে এশার আজান দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত কামরুল সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বায়তুননুর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি পটুয়াখালী জেলার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, দুই বছর ধরে শাকচরের বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদে ইমামতি করে আসছেন কামরুল ইসলাম। বৃহস্পতিবার রাতে এশার নামাজের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ২:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin