
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১২ আগস্ট ২০২৩ | প্রিন্ট
সরকারকে শিক্ষাবান্ধব উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, এই সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে চাঁদপুর সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন বিগত কোনো সরকার করেনি। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্ব থাকার কারণে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষের মত মানুষ হতে হবে। নকল মুক্ত শিক্ষা নিতে হবে। নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলে দেশ ও মানুষের সেবা করতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি প্রকৌশলী আব্দুর রব ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর মধু, অ্যাডভোকেট আব্দুস ছাত্তার ও কলেজের দাতা সদস্য জামাল হোসেন মোল্লা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।
Posted ২:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin