
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডস্থ এলজিইডি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার (১৩ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১২ আগস্ট) দিনগত রাত পৌনে ২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে এলজিইডি ভবনে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
আবুজর গিফারী জানান, শনিবার রাত সোয়া ২টার দিকে এলজিইডি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যান। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভবনে আটকা পড়া জাহাঙ্গীর নামে একজনকে উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে এলজিইডি ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ ও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
Posted ৩:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin