
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পাকিস্তান ও চীনের হুমকি মোকাবিলায় জম্মু-কাশ্মীরের শ্রীনগর বিমানঘাঁটিতে আধুনিকীকরণকৃত মিগ-২৯ যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে ভারত। শ্রীনগরের এ বিমানঘাঁটি মূলত পাকিস্তান থেকে আসা হুমকি মোকাবিলার জন্য ব্যবহৃত হয়। এখন এই বিমানঘাঁটিতে মিগ-২৯ যুদ্ধবিমান পুরোনো মিগ-২১ এর স্থলাভিষিক্ত হবে। খবর- এনডিটিভি।
এই যুদ্ধবিমানের আধুনিকীকরণের কাজ আগেই শুরু করে ভারত। কাজ শেষে কাশ্মীর ও লাদাখ সীমান্তে এখন মোতায়েনের কাজ শুরু করল দেশটির বিমানবাহিনী।
বিমানবাহিনী জানায়, শ্রীনগরে মোতায়েন করা ট্রাইডন্টস স্কোয়াড্রনের হাতে উন্নততর মিগ-২৯ বিমানগুলো তুলে দেওয়া হয়েছে। এতদিন ষাটের দশকে তৈরি রুশ যুদ্ধবিমান মিগ-২১ ব্যবহার করত ‘উত্তরের রক্ষক’ হিসেবে পরিচিত এই স্কোয়াড্রন।
ভারতীয় বিমানবাহিনীর পাইলট স্কোয়াড্রন লিডার বিপুল শর্মা জানিয়েছেন, কৌশলগত অবস্থানের কারণে শ্রীনগর সেনাঘাঁটি থেকে দুই সীমান্তেই নজর রাখা সম্ভব।
Posted ৭:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin