
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট
সময়ের ব্যবধান মাত্র পাঁচ বছর। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ রাজ্যের বাসিন্দা মার্ক স্টেফল ও তাঁর স্ত্রী মিশেলের বাড়ি পুড়ে ছাই হয় দাবানলে। ওই দুর্যোগের মুহূর্তে আসে আরও এক দুর্যোগ। সেটি ছিল হারিকেন লেন। তীব্র বাতাসে আগুন দ্রুতবেগে ছড়িয়ে তখন পশ্চিম মাউইর লাহাইনায় তাদের সবকিছু ছাই করে দিয়ে যায়।
এরপর আবারও সেখানে গড়ে তোলেন দোতলা বাড়ি। কিন্তু গত এক সপ্তাহে ছাড়িয়ে পড়া দাবানলে তাদের সেই বাড়ি আবারও জ্বলেপুড়ে ছাই। এই দম্পতি এখন আশ্রয় নিয়েছেন একটি আশ্রয়কেন্দ্রে।
মার্ক স্টেফল বলেন, ‘আমাদের আশপাশের সবাই সবকিছু হারিয়েছে। ২৫০ মিটার দূরের আগুন আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে লেগেছে মাত্র তিন মিনিট।’ স্টেফল বলেন, ‘বেঁচে আছি, এটাই কৃতজ্ঞতা।’
এদিকে এরই মধ্যে শত শত বাস্তুচ্যুত মাউই এলাকার বাসিন্দা ওয়ার মেমোরিয়াল জিমনেশিয়ামে আশ্রয় নিয়েছেন। জিমনেশিয়ামের সামনে তাঁবু গাড়া হয়েছে, সেখানেই অল্প কিছু জরুরি মালপত্রসহ ঘরবাড়িহারা মানুষজন অবস্থান নিয়েছেন। এলাকাটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০–তে। উদ্ধার করা হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে।
শনিবার পর্যন্ত গোটা এলাকা পুড়ে ছাই করে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে দাবানলের ভয়াবহতা। অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন দমকলকর্মীরা। উদ্ধারকারীরা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাওয়াইয়ের লেফটেন্যান্ট গভর্নমেন্ট সিলভিয়া লুক মাউইতে জ্বলতে থাকা দাবানলকে আশ্চর্যজনক বলে অভিহিত করেছেন। বিমান ও হেলিকপ্টার থেকে পানি ফেলে জ্বলতে থাকা তিন এলাকায়ই অভিযান চালানো হচ্ছে। খবর সিএনএনের।
Posted ৭:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin