
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ভারতের হরিয়ানা রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হওয়ার পর হিন্দু উগ্র ডানপন্থি সংগঠনগুলোর তোপের মুখে পড়েছে সেখানে বসবাসরত মুসলিম সমাজ। এবার সামাজিক ও অর্থনৈতিকভাবেও মুসলিমদের বিধ্বস্ত করার ষড়যন্ত্র করছে হিন্দুত্ববাদীরা। মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত এবং তাদের গ্রাম থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। খবর আলজাজিরার।
গত ৩১ জুলাই একটি ধর্মীয় মিছিলকে আটকানোর অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় হরিয়ানার নুহ এবং গুরুগ্রাম জেলায়। হরিয়ানার বজরং দল কর্মী মনু মানেসারকে কেন্দ্র করেই সেখানের নুহ এবং গুরুগ্রাম জেলায় সহিংসতা ছড়ায়। হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেন, এখনও পর্যন্ত ৩১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কমপক্ষে ১০৬ জনকে প্রতিরোধমূলক আটকে রেখেছে পুলিশ। সহিংসতার পর বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদের আহ্বান জানানো হয়।
নুহর হিসার জেলার হানসি শহরে ২ আগস্ট এক বিক্ষোভে হিন্দু ডানপন্থি দল বজরং দলের বক্তা কৃষ্ণ গুর্জারকে স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে আলটিমেটাম দিতে শোনা যায়। তিনি মুসলিম কর্মচারীকে যে কোনো সময় চাকরিচ্যুত করার কথা বলেন, না হলে তাদের বয়কট করা হবে বলে জানান।
গুর্জার একটি ব্যস্ত সড়কে শত শত সমর্থকের সামনে এক রিকশায় চড়ে লাউডস্পিকারে বলেন, যদি কোনো দোকানদার মুসলমানদের কাজে রাখেন তাহলে আমরা তাদের দোকানের বাইরে বয়কটের জন্য পোস্টার সাঁটাব এবং তাদের আমাদের সম্প্রদায়ের বিশ্বাসঘাতক হিসেবে ঘোষণা করব। এখানে শুধু হিন্দু হকাররা উপস্থিত থাকবেন। দু’দিন পর যদি কোনো মুসলিম ফেরিওয়ালা পাওয়া যায়, তবে তার যা ঘটবে সে জন্য তারা দায়ী থাকবেন না বলেন তিনি। পরে গুর্জার আলজাজিরাকে বলেন, আমি রোহিঙ্গাদের মতো বহিরাগত মুসলমানদের উচ্ছেদের কথা বলেছিলাম।
হানসির মুসলমানরা শহর ছেড়ে চলে যেতে চান কিনা জানতে চাইলে তিনি বলেন, বজরং দলের উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়। কিন্তু বজরং দল নিজে ভয় পাবে না এবং হিন্দু সম্প্রদায়কে ভয় পেতে দেবে না।
Posted ৪:৫৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin