
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাজধানীর পল্টনে মওলানা ভাসানী স্টেডিয়ামের গেটের ফুটপাত থেকে মো. হাবিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার এসআই টিটু সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে আমরা খবর পাই মওলানা ভাসানী স্টেডিয়ামের ফুটপাতে এক যুবক অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আশপাশের লোকমুখে জানতে পারি, মো. হাবিব ভবঘুরে প্রকৃতির ছিলেন। অতিরিক্ত মাদকদ্রব্য সেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
মৃত হাবিবের বাড়ি কেরানীগঞ্জের মান্দাইল এলাকায়। তিনি ঐ এলাকার বাবুল মিয়ার ছেলে।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin