
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
প্রতিদিনের বাবার মোটরসাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল অষ্টম শ্রেণি পড়ুয়া তাবাসসুম। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে পেছন থেকে ছিটকে পিচঢালা রাস্তায় পড়ে মাথায় প্রচণ্ড আঘাত লাগে তার। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
রোববার বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাবাসসুম আক্তার ঐ ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের আব্বাস গাজীর মেয়ে।
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ জানান, সকালে দুর্ঘটনার শিকার হওয়ার পর তাবাসসুমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রীর মৃত্যুর খবর শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
Posted ১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin