
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টি ও ভূমিধসে ২১ জন নিহত হয়েছেন। এরমধ্যে রাজ্যের সোলান জেলায় আকস্মিক প্রবল বর্ষণে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া শিমলা শহরের সামার হিল এলাকায় শিব মন্দিরে ভূমিধসে নয়জন মারা গেছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু জানান, গত দুই দিনে রাজ্যে মোট ২১ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
মুখ্যমন্ত্রী সুখু হিমাচলের সাধারণ জনগণকে বাড়ির ভিতরে থাকার আহ্বান জানিয়েছেন। নদীর ধারে না যাওয়ারও আহ্বান জানিয়েছেন।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষৎকারে তিনি জনগণকে ভূমিধসপ্রবণ এলাকা থেকে দূরে সরে যাওয়ার বার্তা দিয়েছেন। পাশাপাশি পর্যটকদের রাজ্যে প্রবেশ না করার অনুরোধ করেছেন।
কয়েক দিন ধরেই হিমাচলে ভারী বৃষ্টিপাত চলছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। বৃদ্ধি পেয়েছে নদীর পানি। ফুঁসছে খরস্রোতা বিপাশা নদী। পাহাড়ি ধসে ব্যাহত হয়েছে জনজীবন। বৃষ্টি ও ভূমিধসের কারণে রাজ্যে ৭৫২টি রাস্তা বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি বিবেচনায় হিমাচলের সব শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
Posted ৪:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin