
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
সম্প্রতি শেয়ারবাজারে মন্দা বিরাজ করছে। এ পরিস্থিতিতে গত দেড় মাসে এক লাখের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ হয়েছে।
প্রায় প্রতিনিয়ত মূল্যসূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনের গতি। হাজার কোটি টাকার ওপরে থাকা লেনদেন এখন ৩০০-৪০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে।
বন্ধ হওয়া এ বিও হিসাবের মধ্যে যেমন স্থানীয় বিনিয়োগকারী রয়েছে, তেমনি বিদেশি বা প্রবাসী বিনিয়োগকারীরাও রয়েছেন। পাশাপাশি রয়েছে কোম্পানির বিও হিসাবও। তবে নারী বিনিয়োগকারীর তুলনায় বন্ধ হওয়া বিও হিসাবে পুরুষ বিনিয়োগকারীর সংখ্যা বেশি।
সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল)- এর তথ্যানুযায়ী, শেয়ারবাজারে চলতি বছরের জুন শেষে বিনিয়োগকারীদের মোট বিও হিসাব ছিল ১৮ লাখ ৬০ হাজার ৭৭৪টি। ১৪ আগস্ট সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭ লাখ ৪৫ হাজার ১৮৪টি। অর্থাৎ দেড় মাসের ব্যবধানে বিও হিসাব কমেছে ১ লাখ ১৫ হাজার ৫৯০টি।
আরো জানা গেছে, গত দেড় মাসে পুরুষ ও নারী উভয় ধরনের বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে। বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৩ লাখ ৬ হাজার ২১টি। জুন শেষে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৯১ হাজার ৩৯৭টি। অর্থাৎ পুরুষ বিনিয়োগকারীদের হিসাব কমেছে ৮৫ হাজার ৩৭৬টি।
Posted ৮:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin