
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসি কর্মকর্তারা শ্রদ্ধা জানান।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসি কর্মকর্তারা
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সচিব মো. জাহাংগীর আলমের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারীদের রূহের মাগফেরাত কামনায় মোনাজাত ও দোয়া করা হয়।
এ সময় অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি প্রকল্পের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক, সকল যুগ্ম সচিব, ইটিআইয়ের মহাপরিচালকসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ৮:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin