
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট
এবারের এএফসি কাপ উপলক্ষে ঘরের মাটিতে মালদ্বীপের ক্লাব ইগলসকে আতিথেয়তা দিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। মালদ্বীপের ক্লাবটি কয়দিন আগে সিলেটে গেলেও ঢাকার আকাশি-নীলরা গতকাল গিয়েছেন সিলেটে। সেখানে গিয়ে বিকালে অনুশীলন সেরে নিয়েছেন তারা।
সোমবার সিলেটে জেলার বিকেএসপির টার্ফে বিকালে ঘাম ঝরিয়েছে সবাই। আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস শেষ মুহূর্তের ট্যাকটিসটা সেরে নিয়েছেন।
অনুশীলন শেষে মারিও লেমস বলেন ‘মনে করেছিলাম বৃষ্টিতে অনুশীলন করতে হতে পারে। কিন্তু আকাশ উজ্জ্বল ছিল। বৃষ্টি হয়নি। অনুশীলনটা ভালো হয়েছে।’
আবাহনীতে আপাতত ১০ জন বিদেশি ফুটবলার আছে। ম্যাচের দিন একাদশে ৬ জন খেলতে পারবে। তবে কোন ৬ জন তা এখনও ঠিক হয়নি। দলের সঙ্গে সবাইকে পরখ করে দেখা হচ্ছে।
লেমস বলেছেন,‘এখনও দেখছি কাদেরকে খেলানো যায়। যাকে যে পজিশনে মানানসই, তাদেরকে সেভাবে খেলানো হবে।’
Posted ৭:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin