
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট
জামালপুরের মাদারগঞ্জে নির্যাতনের শিকার সুবর্ণা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাত ৯টার দিকে মৃতের স্বামী খোকনকে আটক করা হয়েছে।
আটক খোকন উপজেলার বাবলুগড় এলাকার জিয়াউল হকের ছেলে। তিনি উপজেলার বালিজুড়ী বাজারে কাপড় ব্যবসায়ী এবং দোকানের সামনে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
জানা গেছে, ১৫ বছর আগে খোকনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মেলান্দহ উপজেলা কায়েতপাড়া এলাকার লালমিয়ার মেয়ে সুবর্ণা আক্তারের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। আজও খাবার নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে সুবর্ণা গলায় ফাঁস দেন। পরে এলাকাবাসী ঘরের মধ্যে লাশ ঝুলতে দেখে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার ওসি মাহাবুব হক বলেন, এ ঘটনায় মৃতের স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতালে পাঠানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।
Posted ২:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin