
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট কানাডার গ্লোবাল টি-২০তে প্রথমবারের মতো দায়িত্ব পালন শেষে দিন কয়েক আগে দেশে ফিরেছেন আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচেও টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।
দেশে ফিরতে না ফিরতেই আরো এক সুখবর পেলেন মুকুল। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ থেকে আম্পায়ারের দায়িত্বে থাকবেন তিনি। বিষয়টি দেশের এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুকুল নিজেই। তিনি জানিয়েছেন, বোর্ড থেকে এশিয়া কাপের জন্য তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এর আগে গেল বছর এশিয়া কাপেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন মুকুল। সেই আসরে ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। বেশ সুনামের সঙ্গেই সেদিন মুকুলকে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল।
যার ফল হিসেবে চলতি বছরের এশিয়া কাপে ফের দায়িত্ব পেতে যাচ্ছেন মুকুল। এদিকে এশিয়া কাপের পর চীনে বসবে এশিয়ান গেমসের আসর। সেখানেও ক্রিকেট ইভেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করতে শ্রীলংকা থেকে সরাসরি চীনে উড়াল দেবেন এ আম্পায়ার। এশিয়ান গেমসেও বাংলাদেশ থেকে একজন আম্পায়ার থাকবেন।
এদিকে আরেক বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত থাকছেন আফগানিস্তান-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে। এশিয়া কাপের আগে শ্রীলংকায় হতে যাওয়া এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে।
Posted ১:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin