
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে ধরা পড়েছে তিনটি সামুদ্রিক পাখি মাছ। এরমধ্যে একটির ওজন ৬০ কেজি আর বাকি দুটির মাছের ওজন ১০ কেজি করে। পরে মাছ তিনটি ১০ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর এক মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর। এ সময় মাছগুলোকে এক নজর দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।
বৃহস্পতিবার সকালে মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসেন জেলে মাহাবুব মাঝি।
জেলে মাহাবুব জানান, তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় তাদের জালে মাছ তিনটি ধরা পড়ে। পরে মাছ তিনটি ১০ হাজার টাকায় কিনে নেন পটুয়াখালীর এক মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে দ্রুত চলাচলকারী এ মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস। এ মাছ ঘণ্টায় ১১০ কিলোমটির বেগে ছুটতে পারে।
Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin