
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মালবাহী ট্রাকচাপায় মো. লতিফ মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ওই ইউনিয়নের করটিয়া চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিফ মিয়া করটিয়া চরপাড়া গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে।
নিহত লতিফের ফুফাতো ভাই আব্দুল জলিল মিঞা জানান, সকালে মহাসড়কের চরপাড়া গ্রামে বাড়ির সামনে সড়ক বিভাজনে নিজের চাষ করা ডাঁটাশাক তুলতে যান লতিফ। এ সময় সড়কের বিভাজনে দাঁড়িয়ে থাকা লতিফ মহাসড়কে পড়ে গেলে মালবাহী ট্রাকটি চাকা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ৭:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin