
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যার মাধ্যমে ব্যক্তি নিজের ধারণা, জ্ঞান, বুদ্ধিমত্তা, ছবি, ভিডিও বা ব্যক্তিগত জীবনের কথাগুলো অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে আদান-প্রদান করতে পারেন। ব্যবহারকারীরা তাদের মতামত এবং প্রতিক্রিয়া জানাতে পারেন সহজেই। ব্যবহার সহজলভ্য হওয়ায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এর ব্যবহারকারীর সংখ্যা।
বাংলাদেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাও নেহাত কম নয়। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই যোগাযোগ মাধ্যমটির যেমন বেড়েছে জনপ্রিয়তা তেমনই গ্রাহক তথা এর ব্যবহারকারীদের থেকে তথ্য চুরির অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ফলে গ্রাহকের তথ্য চুরি হওয়া নিয়ে শঙ্কা তো থেকেই যায়।
এবার ফেসবুকের মতো হুবহু ওয়েবসাইট তৈরি করে সাড়া ফেলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মেহেদি হাসান। তার তৈরিকৃত সাইটটির নাম ‘বাংলা বুক’। মেহেদীর দাবি, সাইটটি তৈরিতে ওপেন সোর্স কোডিং ব্যবহৃত হয়েছে ফলে এই সামাজিক যোগাযোগ মাধ্যম অন্য যেকোনো মাধ্যমের চেয়ে নিরাপদ ও সহজ।
মেহেদী হাসান জানান, দীর্ঘ কয়েক মাস পরিশ্রমের পর সাইটটি তৈরি করেছেন তিনি। গত ১১ আগস্ট বিকেলে অফিসিয়ালি উন্মুক্ত হয়েছে মেহেদীর তৈরিকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইটটি। তবে অ্যাপস আকারে পেতে আরো কিছুদিন সময় লাগবে।
মেহেদী বলেন, ‘অনেকের ধারণা ইংরেজি সাহিত্যে পড়ে ওয়েবসাইট বা প্রোগ্রামিং করা সম্ভব না। যেটি মূলত ভুল ধারণা। বর্তমানে প্রযুক্তির যুগে ‘Stack Overflow’ এর মত হাজারো সাইট আছে যেখানে ওপেন সোর্চ কোড পাওয়া যায়। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপ্লবের চ্যাট জিপিটি থেকেও সাহায্য নিয়েছি।’
শুরুর গল্প সম্পর্কে তিনি বলেন, ‘ফেসবুকের ডাটা নিয়ন্ত্রণ পলিসি এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরির বিষয়টি বারবার আমাদের সামনে আসছে এবং ভীত করে তুলছে। অনেকদিন ধরে চিন্তা করেছি একটি ওয়েবসাইট তৈরি করার যেখানে ব্যক্তির প্রাইভেসি সুরক্ষা এবং ব্যক্তিগত তথ্য যেন চুরি না হয়।’
বিভিন্ন ফিচার উপহার দিতে সক্ষম জানিয়ে মেহেদী বলেন, ‘পোস্ট করা, আর্টিকেল লিখা, প্রতিক্রিয়া জানানো, ছবি, অডিও, ভিডিও শেয়ার, পেজ, গ্রুপ, ইভেন্ট তৈরি, বন্ধু তালিকায় একে অন্যের সঙ্গে যুক্ত থাকাসহ বিভিন্ন ফিচার পাবেন ব্যবহারকারীরা। এছাড়া ম্যাসেজে সরাসরি নন-ড্রপ অডিও অথবা ভিডিও কলে কথা বলা যাবে। তবে কিছু বিষয় সংযুক্ত করা নিয়ে এখনো কাজ চলছে।’
‘বাংলা বুক’ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘মানুষ সচেতন হয়ে অনলাইনে প্রাইভেসি রক্ষার কথা ভাবেন তাহলে ‘বাংলা বুকে’ তারা নিশ্চয় আসবেন। সত্যি বলতে, আগামীকাল (ভবিষ্যতে) কি হবে সেটি আমার হাতে নেই। এটি নির্ভর করছে মানুষের আগ্রহের উপর।’
Posted ৮:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin