
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট
১৪ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না আরিফ হোসেনের। অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হাতে ধরা পড়েছেন মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি।
বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটপাড়া এলাকার মো. রাহেদুলের ছেলে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৫ এর জয়পুরহাটের ভারপ্রাপ্ত কমান্ডার রফিকুল ইসলাম।
র্যাব জানায়, ২০০৯ সালে ২৬ জুন জয়পুরহাটের কলাই থানায় ফেনসিডিলসহ গ্রেফতার হন আরিফ হোসেন। এরপর তিনি জামিনে বের হন। জামিনে থাকা অবস্থায় ২০২৩ সালের ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আরিফ হোসেনকে যাবজ্জীবন সাজা দেন। এরপর থেকেই পলাতক ছিলেন তিনি।
র্যাব আরো জানায়, বুধবার ভোরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জয়পুরহাটের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়ে
Posted ৮:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin