
নিজস্ব প্রতিবেদক: | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে লিমন (১৮) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত লিমন উত্তরার দলিপাড়া ভূমি অফিস এলাকার আব্দুল খালেকের ছেলে। সে উত্তরার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো। তাদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়।
নিহত লিমনের বন্ধু মো. দ্বীপ জানান, সন্ধ্যায় লিমনসহ তারা ৫ বন্ধু মিলে ৯ নম্বর রোডে ঘুরতে যায়। এ সময় তাদের মধ্যে আদনান নামে একজন ভ্যানে থাকা আনারস খেতে যায়। তখন সেখানে আগে থেকেই থাকা তাদেরই আরেক বন্ধু ওবায়দুল (১৮) আদনানকে আনারস খাওয়ার কারণ জানতে চায়। একপর্যায়ে লিমন ওবায়দুলকে বলে, ‘তুইতো চুরি করিস। তোর সঙ্গে চললে আমারে চোর বলবে।’ এ কথার পর তাদের মধ্যে হাতাহাতি হয়।
দ্বীপ আরও জানান, তখন ওবায়দুল সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মমিনুল ও শাহজালালকে নিয়ে ঘটনাস্থলে আসে। এসেই লিমনের বুকে ছুরিকাঘাত করে। ঠেকানোর সময় আদনান আহত হয়। পরে ঘাতকরা দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় লিমনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক মৃত বলে জানান।
লিমনের বাবা আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ২:০৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin