
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
রাজনৈতিক বৈরিতার কারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষীয় সিরিজ দীর্ঘদিন ধরেই বন্ধ। দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজ হয়েছে প্রায় ১১ বছর আগে। আইসিসি এবং এসিসি আয়োজিত টুর্নামেন্টের বাইরে তাই ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ নেই ক্রিকেট ভক্তদের। তাই কোন টুর্নামেন্টে এই দুই দলের খেলা হলেই টিকিট বিক্রির ধুম পরে যায়। আগামী মাসে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে এই দুই দল। যার টিকিট ছাড়া হয়েছিলো বৃহস্পতিবার (১৭ আগস্ট)। তবে পাক-ভারত ম্যাচের টিকিট প্রকাশ পাওয়ার ১ ঘন্টার মাথায় বেশিরভাগ টিকিট শেষ হয়ে যায়।
মাত্র ৪৫ দিনের ব্যবধানে ৪ বার ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার শুরুটা হবে আসন্ন এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে। মূলত এশিয়া কাপ এবং বিশ্বকাপের সূচি কাছাকাছি থাকায় এত কম সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ হচ্ছে ভক্তদের।
বৃহস্পতিবার প্রকাশ করা হয় ভারত-পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে টিকিট। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৩০০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩২,৮৩০ টাকা), যা ভিভিআইপি হিসেবে বিক্রি হচ্ছে। আর সর্বনিম্ন মূল্য ৩০ মার্কিন ডলার (৩,২৮৩ টাকা), যা গ্রাস ইমব্যানকমেন্ট বা স্ট্যান্ডিং টিকিট। এছাড়াও আছে ভিআইপি টিকিট যার মূল্য ১২৫ মার্কিন ডলার (১৩,৬৭৯ টাকা)।
এই তিন ধরনের টিকিট ছাড়াও, হসপিটালিটি সিট ৫০০ মার্কিন ডলার (৫৪,৭১৫ টাকা) নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ২২ সিটের ‘স্পেশাল বক্স’, যার মূল্য নির্ধারিত আছে ২০ হাজার মার্কিন ডলার (প্রায় ২২ লাখ টাকা)।
ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে আগ্রহী দর্শকের অভাব নেই। এবারের এশিয়া কাপ হচ্ছে হাইব্রিড মডেলে; যদিও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতের আপত্তিতে, এবারের আসর পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশে অনুষ্ঠিত হচ্ছে। এশিয়া কাপে গ্রুপ ‘এ’ তে আছে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে আগামী ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে দুই দল।
Posted ৪:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin