
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে চলছে নীরব ফুটবল বিল্পব। যার শুরুটা হয়েছিল পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে। এরপর একে একে সৌদি ক্লাবে পাড়ি দিয়েছেন করিম বেনজেমা, সাদিও মানে, রবার্তো ফিরমিনো ও নেইমারের মতো তারকারা। এবার তাদের দেখানো পথেই হাঁটলেন সেভিয়ার মরক্কোন গোলরক্ষক ইয়াসিন বোনো।
শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে নিজেদের খেলোয়াড় হিসেবে ইয়াসিন বোনোকে পরিচয় করিয়ে দিয়েছে আল হিলাল। জানা গেছে, শিগগিরই মেডিকেল টেস্ট নেয়া হবে তার।
এর আগে দলবদল বিষয়ক বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো বলেন, ২১ মিলিয়ন ইউরোতে তিন বছরের চুক্তিতে আল হিলালে যাচ্ছেন বোনো।
আল হিলালে পাড়ি দেওয়ার আগে স্প্যানিশ ক্লাব সেভিয়াতে ছিলেন বোনো। বুধবার উয়েফা সুপার কাপে সেভিয়ার হয়ে গোলবারের দায়িত্ব সামলেছেন তিনি। তবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কাছে টাইব্রেকারে হেরে গেছে তার দল।
২০২২ সালের কাতার বিশ্বকাপে চমক দেখিয়ে সেমিতে জায়গা করে নেয় মরক্কো। যেখানে গ্রুপ ও নকআউট পর্বে দুর্দান্ত পারফর্ম করে দলের জয়ে অবদান রাখেন বোনো। মূলত সেখান থেকেই নিজের রূপকথার গল্প শুরু করেন তিনি।
Posted ৬:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin