
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঘটখালী নামক স্থানে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারী-শিশুসহ আরো ২৫ জন।
শুক্রবার ভোর ৫টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসলাম নারায়নগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পের চক গ্রামের সামসুদ্দিন বেপারীর ছেলে।
আহতরা হলেন- পারুল (৫০), মেহেরুননেছা (১৩), সেলিনা (৪৫), রায়হান (১৬), রবিউল (২৮), পারভেজ (৩০), পেরু (৬০), মিরাতুন (৮), ইমরান (৩১), ইমরান (৫৫), মঞ্জু (৪৫), মাহফুজা (১৭) সৈকত (২৬) হাবিবা (১৮) দিনা (৫৫) মাহবুবা (৩০) ও পপিসহ ২৫ জন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ থেকে কুয়াকাটা যাওয়ার পথে পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকে ২৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পটুয়াখালী ও বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। এরমধ্যে ইসলামকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারে নেয়ার পথে মারা যান তিনি।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারী-শিশুসহ আরো ২৫ জন। তাদের বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ৮:৪২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin