
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী বাস ইমাদ পরিবহনের ধাক্কায় মাহমুদুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলা সদরের মাঝিয়াড়া গ্রামের আবু জাফর মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন মাহমুদুল ইসলাম। এ সময় ত্রিশমাইল এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাহমুদুল।
পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৫:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin