
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রী সেজে আবু তালেব নামে এক চালকের গলা কেটে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি বাঁশঝাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক আবু তালেব বড়াইগ্রাম উপজেলার ওয়ালিয়া কারিগর পাড়ার মৃত আবু বক্করের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজার থেকে রামাগাড়ি যাওয়ার কথা বলে চারজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী সেজে আবু তালেবের ভ্যানে ওঠেন। এ সময় রামাগাড়ি বাঁশঝাড় এলাকায় পৌঁছালে তার গলা কেটে ভ্যান নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা। এ সময় গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম পাটোয়ারী জেনারেল হাসপাতালে পাঠান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বড়াইগ্রামের পাটোয়ারী জেনারেল হাসপাতালে পরিচালক সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে নিতে বলা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, আহত আবু তালহাকে রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের ধরতে কাজ করছে পুলিশের বেশ কয়েকটি টিম।
Posted ৪:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩
ajkerograbani.com | Salah Uddin